Monday 1 February 2016

বই মেলা ও বিষাদ–সিন্ধু


পঞ্চাশের দশকের মাঝামাঝি; আমি তখন সপ্তম বা অষ্টম শ্রেণীর ছাত্র পূজোর ছুটি শুরু হয়ে গেছে পরম আগ্রহে অপেক্ষা করছি দেব সাহিত্য কুটীরের পূজাবার্ষিকীর জন্য থাকতাম আসামে, বই পৌঁছতে পৌঁছতে অনেক সময়েই ষষ্ঠী, সপ্তমী হয়ে যেত আনকোরা পূজো সংখ্যার সঙ্গে বেরোতো কিছু পূর্ব প্রকাশিত গল্পের সংস্করণ সেবার বেরিয়েছিল হেমেন্দ্র কুমার রায়েরআলো দিয়ে গেল যারা ঐতিহাসিক পটভূমিকায় রচিত নানা গল্প গোগ্রাসে গিলেছিলাম মনে আছে একটি গল্প খুব দাগ কেটেছিল মনে, - গল্পের নাম আজ আর মনে পড়ে না কারবালার যুদ্ধের কাহিনী শেষ দৃষ্যটি বড় মর্মস্পর্শী নবীর দৌহিত্র হুসেনের ছিন্নমুন্ড নিয়ে আসা হয়েছে বাগদাদের রাজসভায় বাগদাদের শাসক হাতের রাজদন্ড দিয়ে আঘাত করেছেন হুসেনের ওষ্ঠাধরে সেই দৃশ্য দেখে এক বৃদ্ধের আর্তনাদ ভেসে আসবে ভরা সভার মধ্য থেকে, - হায় ঈশ্বর, আমি যে স্বচক্ষে দেখেছি পয়গম্বর চুম্বন করছেন ওষ্ঠাধর

গল্পের রেশটা বহুদিন ছিল মনের মধ্যে কালীপূজোর পর স্কুল খুলল প্রথম দিন পড়াশোনা বিশেষ হত না বাংলার মাস্টার মশাই ছিলেন বিধুভূষণ মিত্র আমরা বলতাম মিত্র স্যার খুব স্নেহশীল এক শিক্ষক একে একে সবাইকে জিজ্ঞেস করলেন যে ছুটিতে কে কি করেছি সবাই নিজের অভিজ্ঞতার কথা জানালাম কেউ বেড়াতে গিয়েছিল পরিবারের সঙ্গে, কেউ বা আবার খেলাধুলো করেছে চুটিয়ে আমি এই গল্পটার কথা বললাম খুব ধৈর্য ধরে শুনলেন মিত্র স্যার কিন্ত কিছু মতামত দিলেন না পাশের ছা্ত্রের দিকে মনোনিবেশ করলেন আমি একটি নিরাশই হলাম

পরের দিন আবার ক্লাসে এলেন মিত্র স্যার প্রথমেই আমার দিকে তাকিয়ে বললেন, টিফিনের সময় লাইব্রেরিতে গিয়ে বই নিবি একটা আমি বলে রেখেছি গেলাম, হাতে পেলাম একটি বই, - ছোটদের বিষাদ-সিন্ধু; লেখক মীর মোশাররফ হুসেন

গভীর আগ্রহ নিয়ে পড়েছিলাম মনে আছে বইটি যথা সময়ে ফেরত দিয়ে মিত্র স্যারকে জানিয়েছিলাম স্যার বলেছিলেন, যেটা পড়লি সেটা একটা সংক্ষিপ্ত সংস্করণ, - ছোটদের জন্য বড় হয়ে আসল বইটি পড়িস খুব উৎকৃষ্ট রচনা

বড় হলাম একদিন, ধীরে ধীরে প্রবীণ, মধ্যবয়স্ক, - এবং অবশেষে বৃদ্ধ কিন্তু বিষাদসিন্ধু আর পড়া হয়ে উঠছে না

অবশেষে এল ২০১৫ মানে গত বছরের বইমেলা। বিভিন্ন স্টল ঘুরে কিছু বই সংগ্রহ করেছি। ফেরার সময় হয়ে গেছেফিশ-ফিশ থেকে এক প্লেট ফিশ অ্যান্ড চিপ্সও খাওয়া হয়ে গেছে, হঠাৎ একটি স্টলের নামফলকে চোখ আটকে গেল, - ইসলামিক সাহিত্য। কৌতূহলের বশবর্তী হয়েই ঢুকে পড়লাম। ভেতরে গিয়েই চোখ আটকে গেল, জ্বলজ্বল করছে একটি বই, বিষাদ-সিন্ধু – মীর মোশাররফ হুসেন। যেন এক হারিয়ে যাওয়া বন্ধুর সঙ্গে দেখা বহুদিন পর। আর কোনও দিকে না তাকিয়ে বইটি নিয়ে নিলাম।

রাতে খাওয়া দাওয়া সেরে নিয়ে বসলাম। দু-দিনে শেষ করলাম বইটি। বলতে দ্বিধা নেই যে ভাষায় রচিত এই অমর রচনা, সেই সাধু ভাষার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে বহুদিন আগে। তাও পড়লাম। বইটি এখন আমার দেরাজে সযত্নে রক্ষিত

শুধু একটাই প্রশ্ন। এই অমূল্য সৃষ্টির পরিচয় কি শুধু ইসলামিক সাহিত্যে সীমাবদ্ধ?

  
নিউ জার্সি ২৯শে জানুয়ারী ২০১৬








No comments:

Post a Comment